আমরা যা করি,
সবসময় ঠিক নয়।
আমরা যা বলি,
ভুল প্রায়ই হয়।
আমরা যা ভাবি,
চিন্তায় ভুল রয়।

যত ভুল সবই,
সকলেরই হতে পারে,
বুঝতে পারলে তবেই,
ধরা যাবে ভুলটারে।