আমিও পারি চলে যেতে,
রেখে সব ফেলে,
সকল মায়ার বন্ধন,
ছিন্নপাশ হবে চলে গেলে।

নীলিমার নীল তখনও নীরবে,
ডাকিবে কি মোরে,
না পেয়ে দেখা,
সব নীল পড়িবে ঝরে।

পাখিরা থামাবে কি গান,
কে শুনিবে বলে,
যদি না রহে প্রাণ,
কোথায় গিয়েছি যে চলে।

গাছেরা তখনও দোলাবে মাথা,
কিসের সে অন্বেষনে,
দোসর গিয়েছে চলে,
ভাবিবে কি মনে মনে।

আমিও পারি চলে যেতে,
যেদিন সময় হবে,
সেদিনও কি তুমি,
দূরে দূরে রয়ে যাবে।