টিক টিক করে কোথায় যাচ্ছে সময়,
আমি বুঝতে পারছি পেরিয়ে যাচ্ছি,
একে একে ধীরে সবুজ বাবলা গাছ,
হলুদ সোনাঝুরি,খালের ঢেউগুলো।

মাথার উপর সমূদ্রনীল আকাশ,
ক্রমে ক্রমে ভেসে ভেসে নীচে নেমে এসে,
কখন যেন হৃদয় ভরেছে আবেশে,
কিসের আঁধার নেমেছে ফিঙের রূপে।

টিক টিক করে কোথায় যাচ্ছে সময়,  
গতিপথ পাল্টেছে সে পিছনের দিকে,
সেই বট গাছ অনড় স্মৃতির মতো,
ঝুরিগুলোয় ভর করে দাঁড়িয়ে স্থির।

আমি পেরিয়ে পেরিয়ে চলেছি কোথায়,
গায়ে সমূদ্রনীল আকাশ মেখে মেখে,-
মাঠের সবুজে, সূর্যমুখীর হলুদে,
কিসের অশ্রুত নিরুচ্চার কোন ভাষা,
নীরবে নিস্পন্দে ঠিক ফুটে যেন আছে।

টিক টিক ক‍রে ঠিক চলেছে সময়,
সামনে নয়-পিছনে তার গতিপথ,
কেউ নেই কোথায়,তবু কার আশায়,
কার সে মনের মুকুল ফোটার দিনে,
ছড়ানো এ বকুলের গন্ধভরা পথে,
কোন সে মায়ায়,কোন রিক্ততার টানে,
চলেছি-চলেছি যে আমি আপনমনে।

এ শুণ‍্যতা যেন এক নিটোল পূর্ণতা,
রিক্ততা যে এক অপার আনন্দরূপ,
সময় গতিপথে বুঝিয়েছে আমায়,
সময়ের সাথে যেতে যেতে এখন,
মূহুর্তের ছবিতে পেয়েছি যে তোমায়।