কবিতা এলে না আজ,
কি করে যে থাকি,
সকাল গেলো বিকাল গেলো,
রাতটুকু শুধু বাকী।

আসবে কি রাতে স্বপ্নে,
ঘুমিয়ে যখন থাকবো,
স্বপ্নেই তাহলে লিখব আমি,
স্বপ্নেই তোমায় পাবো।