হৃদয় আমার আকাশ হোয়েছে,
মন হোয়েছে মুক্ত পাখী,
বিরহ বাতাসে যায় সে উড়ে,
আকুল হোয়ে তোমায় ডাকি।

তোমাকে সে খুঁজে ফেরে,
গহন হৃদয় আকাশ মাঝে,
যেথায় তোমার প্রেমের ছায়ায়,
আনন্দ শান্তি সদাই রাজে।

সময় যে বহে যায়,
ঊষর এ মন ভূমি,
আর কতদিন কাটবে এমন,
তোমার সাথে মিলব আমি।