তারিখ বদলে গেলে কি দিন বদলে যাবে ?
যে তিমিরে আছ হে সখা
                      সে কি আলোয় ভরে যাবে  ?


চাই  বা না চাই সময় চলেই  যাবে
একটা ‘একত্রিশ’ শেষ হলে, একটা ‘পয়লা’  আসবে
ঘর দুয়ার দেশ দুনিয়া চলবে সেই বাঁধা গতে
গত –তে খেয়েছ দাঁড়িকা পুঁটি ,
                    এবারে চুনো পড়বে পাতে ।
প্রতি সকালে আসবে দিন, প্রতি রাত্রে যাবে  
নড়বে দাঁত, বুজবে গলা, একটু বয়স বেড়ে যাবে ।


নববর্ষের আদিখ্যেতা এবার না হয় থাক
এসো দিনের মাঝে ‘দিন-বদলের’ উপায় খোঁজা যাক ।  

        
------------ © শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি)
                 ( 01/01/2017)