_________________________
কলিজার খাঁচায়  বান্ধা ছিল পরানের পাখি
আইজকে তাকে উড়াই দিলাম ভিজাইয়া আঁখি
পথের নিশানা দিলাম, দিলাম তারে সুখ
দুঃখ বেবাক রইল আমার , সে সুখে বাঁচুক
আগুনে পোড়াইলাম ঘর , ঘরের মায়া ছাড়ি
শ্মশান হইল ঘর আমার, পথ  হইল বাড়ি।

যার  লাগিয়া দেশ ছাড়িলাম সে ছাড়ে আমারে
পীরিত যদি পর হইল,  আমি  দোষ দিব কারে ।
সুখের আকাশ সুখের বাতাস, আইজ অনন্তে বইয়া যা
কলিজা ভাংগি নাও বানাইলাম তারে লইয়া যা ...
চোখের জলে চন্দন বাটি আঁকিয়া  দিলাম ঘর
সে আনন্দঘরে থাকিস পাখি , আমার দুঃখে ফিরিস না ।।
------------------------------------------------
© শ্রীতরুণ গিরি(অর্চিষ্মানকবি)      16/02/2018