উদ্যত তর্জনী তোর, তালাবন্ধ ভালোবাসা,
তারচেয়ে ঢের ভালো জুয়াড়ি বিকেল
সে কটা সিগারেট চায়, মেতে থাকে নিজস্ব খেলায়
জিতুক বা না জিতুক, উন্মাদনা জিইয়ে তো রাখে !


লাভ লোকসান চরম ঘটনা নয় এমন  খেলার
এ নরলোকে খেলে যাওয়া  সবচেয়ে বড় কথা আজ  
নির্দিষ্ট কিছুই নয়, না তুই, না তাসের দান
জোকার বদলে যায় প্রতিটি খেলায় ।


শিরদাঁড়ার ভেতরে সুষুম্না ছুঁয়ে দেওয়া মুহূর্ত গুলি
আমি বাজী ধরতে পারি, জিতি বা না জিতি
সেখানে কোথায় তুই, না  তোর হরিণী চোখ
রক্তের স্রোতে বাজছে মাদলের বোল -  
বেশ আনন্দ হোক, আজ  আনন্দ হোক...।।


         --- শ্রী তরুণ (৭/৫/২০১৫)