স্বভাববশত  ঘুমের আগে ঘুমপাড়ানি গান
ছুটির আগের রাতে  প্লাস্টিক জড়ান কাম
স্বভাববশত পাকযন্ত্রের বৈকালিক ঢেঁকুর
চোঁয়া চোঁয়া বুকজ্বালা  রাজনৈতিক খবরের ঘোর
স্বভাববশত  বাঙালি জন্ম আহার নিদ্রা আর মনমরা
  বাগাম্বড় , পূর্বপুরুষের পঞ্চাশ বিঘা , পুষ্করিণী,
আধমনি রুই কাতলের জগঝম্প  খলবল
দুকষে ফেনার খড়ি ওঠা ঘোর ,
বিজাতীয় ঋণভার আর কিছু অতল গহ্বর


পতন অভ্যুদয় নয়, শুধু বিবস  ক্ষয়
পুরাতন দেওয়ালে আগাগোড়া
পেঁচিয়ে ওঠা  মানিপ্ল্যান্ট-পাতার বাহার
স্বভাববশত জল দেয় কামনাক্লান্ত নরনারী  
যদি কোন ফাঁকতালে হঠাৎ লটারি লাগে ভারী


বলার মত ভাঁড়ারে আছে একটা গোটা রবীন্দ্রনাথ
কপাল দোষে পেয়েছে মাত্র আধখানা সুভাষ
মহান বাঙালি জন্ম  স্বভাববশত হুংকার ছাড়ে
অবরোধে মিছিলে বনধে বন্দুক রেখে অন্যের ঘাড়ে
গতির বিপরীতে চলা অধুনা তার  স্বভাব
সঙ্গমেও, গার্ডার বাঁধে শিশ্নের ডগায়


বাকি টুকু পরে কখনো বলব রে ভাই
স্বভাব বশে ঘুমের আগে  ঘুমপাড়ানি গাই ......


                ------( ১৯/৮/২০১৫)