পুরানো দেওয়ালে  জমে স্মৃতির জঞ্জাল  
শুকনো ইটের বুকে জমে অভিমান,
বুক চিরে ঢুকে পড়ে নবীন বটের চারা ,
জলমাখা বাতাসের আস্কারা
সম্পর্ক আলগা করে অপেক্ষিত আছে  
সামান্য ভূমিকম্প কিংবা অতিবৃষ্টিপাতে |


রক্তের ক্ষীণ বিন্দু কিছু সীমারেখা ভাঙ্গে
দেওয়াল চুইয়ে আসে, লাগে সন্ধিক্ষণে
বৃক্ষ থাকে বৃক্ষের ঘরে, বীজ ওড়ে চৈতী হাওয়ায়
জরায়ু সম্পর্ক ত্যাগী সেই সব পিপিলিকা জীবন
এঁকে বেঁকে চলে আদি অন্তহীন ,
শীতকাল আসন্ন ভেবে
মুখে নিয়ে খুদকুঁড়ো অতিব্যস্ত  প্রতিটি যৌবন  |


আমরা খুঁজেছি যত ক্ষণস্থায়ী সুখ
বিশুদ্ধ সঙ্গীত তত  দূরে সরে গেছে
অনাদি অরন্যসঙ্গ , বহতা নদীর সুপেয়
গলিত সভ্য-জঞ্জালে বিচরণ ভরেছে  |


সে সব এড়িয়ে
নিরিবিলি শিশিরদানা কিছু হৈমন্তিক
দাবানল পেরিয়ে এসে  
অজান্তে ঢুকে পড়ে রক্তের স্রোতে |
   বেঁচে যায় সে
আমদেরও বাঁচিয়ে রাখে  |


             ------  (২৯/৮/১৫)