হাত বন্ধ করে আছি, আঙ্গুলের ফাঁক গলে ঝরে পড়ছে সে
আয় তবে গর্ভগৃহে রাখি তোকে ,  ঈশ্বরের গায়ে
ভিজে ভিজে অন্ধকার ঘিরে আছে চারধার
স্থিমিত প্রদীপের শিখা জাগবে  সোহাগে  
  
দুধ কলা বেলপাতা স্বল্পাহারি সুখ পচে যাবে  
যখন পাথুরে কালো শীত  মাথায় পৌঁছাবে  
ঘুম ভাঙবে বাসুকির
অর্ধভুক্ত  স্বপ্নের বিষ বাতাসে  ছড়াবে
হিস হিসে নিঃশ্বাসে ক্রোধ, ফনায় বিস্তৃত ঘৃণা
নিজেকে নিজেই শেষে বাজারে বসাবে
  
আয় তোকে রেখে আসি বেশ্যার দরজায়
জীবনকে দেখবি শুধু সাদা কালো শেডে


আঙ্গুলের ফাঁক থেকে মাটিকাটা কোদালের মুখে
সৃজনে চেয়েছি তোকে ধূসর পটভূমি ঢেকে দিতে
আয় তোকে রেখে আসি ধানকাটা মাঠে
আয় তোকে রেখে আসি দিগ্বিজয়ের রথে......  


----------------------- (31 /5/2016)