ঝড় উঠলো নাকি,
দরজায় জানালায় হুটোপাটি
ধড়াম ধড়াম ?


আছড়ে পড়ছে
খাবি খাচ্ছে
মাথা ঠুকে যাচ্ছে
সজোরে, তবু
খুলে পড়ছে না কিছুতে
কি মায়ায় বেঁধেছে
চৌকাঠ ।


হাওয়া বইছে
ধুলা উড়ছে
চোখ জ্বলছে
জোর চলছে
উৎপাত ।


দূর দূর ...
রাস্তার ধারে হয়ে উপুড়  পড়ে
তাকিয়ে থাকবে  শুধু খাবারের দিকে
ক্ষুধার্ত চোখের সামনে কাঁচের ভেতরে
ঝলসানো মাংস লালে লাল হবে
বাতাসে বইবে  লালা ..
সমানে পড়ে ইটের স্তুপ
একটা তুলে নিলেই
হাতের মুঠোয় চলে আসবে সেসব ।


কেউ করবে না সে সাহস
দেখবে , দেখতেই থেকে যাবে
আর জিভের জল গিলে গিলে
যে যার চৌকাঠে ফিরে যাবে ।


     -----( 10/11/2016)