তোমার সাথে খেলাচ্ছলে হলেম কবে খেলার পুতুল!
নিজেই জানি না।
শঙ্কাতে রোজ হয়েছি পৃথক;
তবু পুনরাবৃত্তির খেলা পিছু ছাড়ল না।
সে পাষাণ পাহাড় ভেঙে ধীরে,
সেইতো তুমি গেলে ফিরে।
তবে কেনো ছিল এতো আয়োজন?
সকলি কেবল স্মৃতির সঞ্চায়ন?


তুমি অন্য কোথাও রেখে তোমার লাটাই,
উড়তে আসো এ আকাশে বৃথাই!
হঠাৎ করেই পরে সুতোয় টান।
বারেবারে নাও অন্তর্ধান।
যেন ঝুল বারান্দায় এক বিলাসী জোছনা যাপন।
তারপর গভীর নিশুতির ঢলে ঘরই একমাত্র আপন।
নিগূঢ় স্বরূপ তোমার সমূখে আসে অকস্মাৎ।
অনন্ত অসীম প্রণয় গহীনে ধূলিসাৎ!
খুব প্রিয় বেমাপের চটিখানই হয়ে ওঠে সম্বল।
বাকী সব আয়োজন; সকলি ক্ষনিক সুধা নিষ্ফল!
আছে যদি সাধের নীড়! যাবে যদি রোজ ফিরে,
কেনো আসো বারেবারে?
মন নিয়ে খেলা করে, রোজ তারে ভেঙেচুরে; লুকাও গিয়ে চুপিসারে।
এতো শঠতার মাঝে কখনো কি যাও না তুমি নিজেই হেরে?


ঠিক যেমনটা বলেছিলে তুমি-
চলে যাবার থাকে হাজার কারণ।


তবে তোমার লাগে কেবল একটি।