দিন শেষে কেবলি বয়ে চলা ক্লান্ত-বিদ্ধস্থ এক শুষ্ক প্রান!
যা-কিছু হয়েছিল প্রতিশ্রুতি আদান-প্রদান ;
কোন সে খেলাচ্ছলে!
ভেসে গেছে সব জোয়ারের জলে।
হঠাৎ তোমার পথে এসেছিলাম বুঝি নিজ পথ ভুলে।
নিজেরে দিয়েছিলাম অজানা হাতে তুলে।
সেই সমর্পণের ভার বয়ে আজ তুমিও ক্লান্ত হলে।
তাই খুব গোপনে আমি যাবো চলে।
"যা কিছু ভালো সব তোমারে দিয়ে"
আমি ফিরে যাবো রিক্তহস্ত নিয়ে।
পূর্ণ করে দিয়ে তোমারে;
আমি মিলাবো পথের ভীষণ ভিড়ে।
অমাবস্যার ঘণঘোরে;
নিজ হাতে আমি আঁধারেরে নেবো বরণ করে।
যেমন নিভৃতে এসেছিলাম জীবনে তোমার,
তেমনই নিভৃতে ফিরে যাবো আবার।
শুধু আমিই জানবো কতটা অভিমান বুকে চাপা দিয়ে
ফিরে যাবো আমি কোনো নজরানা না নিয়ে!
শুধু আমিই জানবো কতটুকু দিয়ে গেলাম।
আর কতটাই বা তোমা হতে পেলাম।
এবার সত্যিই তবে খুলবো অদৃশ্য সে মায়ার পোশাক!
পিছুটান রবে না আর এক ছটাক।
কোনো লোকে দেখবে না আর এই কায়া।
তোমার চতুর্সীমায় পাবেনা আর মোর ছায়া।
আমার ঘড়া উপুড় করে,
তোমারে ঋণী করে দিয়ে যাবো চিরকালের তরে।
জেনে রেখো আমার কোনো দায় রবে না তোমার কাছে।
তবু ক্ষমা করো যদি দেনা কিছু রয়ে যায় পাছে!