জানি আমি একা
অচেনা মানুষের ভিড়ে
নির্জন নদীর তীরে
অসহনীয় গরম দুপুরে
বেসুরো বাদ্যের ঝংকারে
নিশুতি রাতের স্তব্ধতায়
গতিহীন শূণ্যতায়
অজানা দেশের মেলায়
সত্তা হারানোর খেলায়
বাস্তবের ঠিকানাহীন রেসে
পৌছে সবার শেষে
মেডেল ঝুলিয়ে গলায়
পরাজিত অবেলায়
অবাধ্য সময়ের সাথে
বেঁচে থাকি রোজের ডাল-ভাতে...


জানি আমি একা
অশান্ত শহরে
ঠান্ডা ঘরের অন্দরে
অপূর্ণ ভালোবাসায়
গ্রীষ্মের অবেলায়
বন্ধুত্ব্যের হাতছানি ফিরিয়ে
মিথ্যে আশ্বাস ডিঙিয়ে
নিষ্প্রদীপ ঘরে
ভবিষ্যত চিন্তায় মরে
অঙ্কুরেই বিনাশিত স্বপ্নে
ইচ্ছের মৃত্যলগ্নে
অনন্ত অশ্রুধারায়
লুপ্তপ্রায় চেতনায়
ব্যস্ততার অজুহাতে
ফ্যাকাশে বুদ্ধিতে
কল্পনাতীত খেয়ালে
বেঁচে থাকি ফেসবুকের উজ্জ্বল দেওয়ালে...