কবি এখন কবিতা লেখেননা
কলম যে তার বন্ধ,
ভাবনারা অন্ধকারে
খুলির ভিতরেই বদ্ধ।


লেখক এখন লিখতে পারেননা
বইগুলো বুকশেল্ফে্ই বদ্ধ,
এখন শুধু যৌনতা বিকোয়
পাঠক যে আজ অন্ধ।


চিএকর এখন ছবি আঁকেননা
রঙ নেই তার ক্যানভাসে,
তুলি-রঙ বেঁচে জীবন চলে
আধপেটা খাওয়া অভ্যেসে।


সেক্সি জোকে পাবলিক হাসে
মজা লোটে 'ডার্ক' হিউমারে,
সবাই আজ 'বুদ্ধিজীবি'
প্রতিভা এখন সস্তা বাজারে।।