অর্থ দিয়ে আজ জেতা যায় ভালোবাসা,
কেনা যায় আবেগ
মনুষ্যত্বই আজ বিকিয়ে গেছে
মানবিকতা আজ সাবেক।


অর্থের লোভে ভাঙছে সম্পর্ক, কাদঁছে বুক
জীবন আজ বিপথচারী, অস্তগামী সুখ।
হচ্ছে লড়াই অর্থের জন্য, করছি মানুষ খুন
আনুগত্য আজ নতুন নেশা, নিষ্ঠুরতা বিশেষ গুণ।


অপরাধের অন্ধ ধোঁয়ায় দূষিত আজ মন,
অর্থের আড়ালে চাপা কলঙ্ক, বিচারের আশা ক্ষীণ।
অর্থের পিছনে ছুটে চলেছি,দেনা মিটবে দুর্দিনে
অনর্থই এখন মূলমন্ত্র, সততা তাই দূরবীনে।।