সময় যখন থমকে দাঁড়ায়
ধর্মীয় মেরুকরণের জাতাঁকলে,
যুদ্ধ তখন মানুষ পোড়ায়
অন্ধ হিংসার পাতালে।


সময় যখন থমকে দাঁড়ায়
ঘৃণা ও খুনোখুনির বিরক্তিতে,
দেশের মাটি তখন রাঙে
আপন ভাইয়ের রক্তে।


সময় যখন থমকে দাঁড়ায়
জীবন্ত লাশের পাশে,
অন্ধকারে তখন ভুবন সাজে
অদৃষ্টের হিংস্র গ্রাসে।


যখন ধর্মের দূষিত বিশ্বাসে
খুন হয় মায়ের প্রিয় সন্তান,
তখন আমরা আবার করব উল্লাস  
আর গাইব জয়গান।।