কবিতা: ত্যাগের বিনিময়ে


লেখক :সাইফুর রহমান শাওন


আমাদের এই স্বাধীন বাংলা একসময় ছিলো পরাধীন,
লক্ষ লক্ষ বীর শহীদের রক্তের বিনিময়ে বাংলা আজ স্বাধীন।


ব্রিটিশ শাসন সমাপ্তির পর ধর্মের জন্য ভারত হলো বিভক্ত,
মুসলিম সংখ্যাগুরু হিসাবে পূর্বপাকিস্তান আর পশ্চিমপাকিস্তানের হয়েছে জন্ম।।


পশ্চিম পাকিস্তানের অত্যাচারে জর্জরিত বাঙ্গালী,
তাদের কাছে মূল্যায়ন পেতো না পূর্বপাকিস্তানের গুনি, জ্ঞানী।।


অন্ধকারে অস্ত্রহাতে হত্যা করছে নিষ্পাপ বাঙ্গালি বাংলা করেছে লুটপাট,
অসহায় বাঙ্গালির রক্তে গিয়েছে ভেসে বাংলার মাঠ ঘাট।।


গর্জে উঠেছে বীর বাঙ্গালী বাংলার সাহসী সন্তান,
এই বাংলার স্বাধীনতার পিছনে তাদের ই অবদান।।


চেতনা জেগেছে বীর বাঙ্গালীর ২৬ ই মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে,
যুদ্ধে নেমেছে দামাল সন্তার রা দল বেধে ঝঁাকে ঝঁাকে ।


একসময় এই বাংলাদেশ ছিলো পাকিস্তানের অধীন,
বীর শহীদের এক সাগর রক্তের বিনিময়ে আজ মোরা স্বাধীন।


স্মরণ করি শ্রদ্ধা ভরে জানাই তাদের হাজারো সালাম,
যাদের ত্যাগের বিনিময়ে মোরা স্বাধীনতা পেলাম।


~সমাপ্ত