হে নবাগত অনাগত কবি
আজ তোমার কাছে প্রাণের দাবি
একটি কবিতা চাই,হ্যা একটি কবিতা
যে কবিতা হৃদয়ে নিবে ঠাঁই
জাগাবে গণজোয়ার, ভাঙ্গবে বন্দীর দোয়ার
সত্যেরে আনিবে ছানি,নিমজ্জিত অতীত হতে টানি,
পরতে পরতে বাজাবে শুধু মুক্তির জয়ধ্বনি


যে কবিতার পাঠে
বাংলার নদী পথ ঘাটে
তন্ময় তরু দোলা মাঠে
কিংবা বয়সী বটবৃক্ষের পটে
বিস্ময়ে আসবে জাগরণ
হৃদয়ে উদ্ভাসিত শত শিহরণ
মুক্তির মানসে করিবে লব্ধ
হৃদয়ের লালসায় হবে আরেটি যুদ্ধ


হে অনাগত কবি তোমার কবিতায়
এবার মুক্তি চাই
চাই আরেটি যুদ্ধ
হে নবাগত কবি ,মুক্তিই
হোক তোমার কবিতার শব্দ।