বড্ড ইচ্ছে হয়
আবার বানের জলে ভাসি।
যেমনি করে ভেসে বেড়ায়,
বধূর আঙিনা ছাড়া বুনো হাঁসগুলি।


ঢেউয়ের পর ঢেউ এসে চুমে কূল
মাতাল তরঙ্গে ভাসে সুখ আর সুখ।


মনে হয় আবার বানবাসী হয়ে,
দুজনে ভাসব ডিঙ্গায়
চাঁদের আলোয় ফুটন্ত ,
ঝলমল উজ্জ্বল ভাসমান নদীর বুকে।


না হয়; ভিজব দুজন বানের স্বচ্ছ জলে
দেখ তোমার রূপে রূপ মেখে
জীবন্ত জলছবি ফুটে উঠে !
ঐ ঢেউ ভাঙ্গা শান্ত-স্নিগ্ধ নদীর বুকে ।


আকাশ কত! অসীম
তার বিস্তৃতি কত !সীমাহীন
তবুও অসীম কে বুকে ধরে আছে
আপন প্রেমের শক্তি বলে
ঝলমলে স্বচ্ছ নদী,তার আপন  বুকে ।


চাদঁ হাসে তারা হাসে
ভুবন আলোয় ভাসে
তোমার হাসি যেন, সেথা
রূপ লাবণ্যে সুপ্ত আছে ।


দেখ আকাশ আজ দ্বিগুণ উজ্জ্বল
তুমি এসো, আবার এসো ফিরে
ভাসমান নদী তোমার অপেক্ষার
ঘোরে,খরস্রোতের  ঘূর্ণিততে ঘুরে।