আমি চঞ্চল,আমি উৎপল
আমি ঝড় ,আমি ঝঞ্ঝা
আমি ঊর্মি , আমি উত্তাল
আমি ঘূর্ণি, আমি উল্কা
আমি বিদ্যুৎ, আমি উৎসুক
আমি সর্বভূক, আমি অম্বুদ
আমি ব্যোম, আমি অটল
আমি শান্ত, আমি শৃঙ্খল
আমার বাহুডোরে'ই বল
আমি আপন   তেজে'ই -
বাঁধি রাখি মহাকালের ছল
আমি কালের বুকে চিহ্ন -
রেখে দেখাই আপন বল
মহাকাল'ই বহিয়া চলে
আমার আপন কর্মফল
আমি চঞ্চল ও উৎপল
আমি আপন বলে রুখে দেয় -
মহাকালের বল
আমি চঞ্চল ও উৎপল।


রচনাকাল(১৯শে বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ)