ঐ বনও পথ ধরি
অথৈ'এ গিয়াছে ভাসি
কাহার সৃষ্টিতে যেন
সবুজ তরুতে ঘন
কুসুম কাননে হেন
সাজায় পথের বীথী।


হিজলের পাপড়ি খুলি
মেঠো পথ গেছে ভুলি
পথের পদদলি
সুখের বাঁধনে মিলি।
যত দূর আঁখি মেলি
স্নিগ্ধ উল্লাসের স্মৃতি।


শ্রাবণের বারিধারা
অবিচল পথ ঘেরা
বুনো ঘাস  তরু যারা
উল্লাসে মাতোয়ারা
ডগায় রয়েছে ভরা
এক ঝাঁক বৃষ্টিরা সাথী।