তুমি নও প্রেয়সী নও প্রেমী
তুমি সনাতনের পাথরের দেবী
দেখিতে সুন্দর অতি,অনন্তরুপী।


এত পূজার ছলে ,তব গাহিয়াছি গান
পাষাণ পাথরের মূর্তি তুমি
করিয়া রহিয়াছিলে মান!
আমার আখিঁর নরম জলে করিয়াছ স্নান
মিটে নাই সুধা তব ভরে নাই প্রাণ  ।


করেছ কি কাহারে ? দুফোঁটা অশ্রু দান
কখনো কি দেখিয়াছ? মহাশশ্মান
কত ব্যথা কত প্রাণ
বিকশিত অগ্নিবাণ।


যবে তব করিনু, বুকের
তাজা রক্তদান
পাষাণ পাথরের মূর্তি
তব,হাসিয়া কর গান!


এই  তব ভালবাসা ,এই তব
অনন্ত প্রেমের টান
পূজারির রক্ত বিনা ভরে নাই তব প্রাণ।


ধিক তব রক্ত পিপাসু রাক্ষুসীর প্রাণ
তব মুখ ঠোঁটে লেগে আছে,
পূজারির তাজা রক্তের ঘ্রাণ।