সকল পাপ হয় এক নিষিদ্ধ নগরীতে পালিত
সেখান থেকে এসে মানব হৃদয়ের ছন্দ পতন
নীরবে কিছু বিষ ঢুকিয়ে দিলে অবিশ্বাস স্থাপন
তখন হৃদয় করে নিজেকে আপনালয়ে বিদ্ধ
আকাশ বাতাসে সুর বাজে- হয়েছে চরিত্র হরণ !


প্রকৃতি সাজতে চেয়েছে তার নিজস্ব রূপের অলংকারে
সে চায় না এই ছায়াতলে কোন পাপের নিষ্প্রাণ আবাস ।
কিন্তু প্রকৃতির আগোচরে সেখানে এক বিরহী সুর আছে
সময় অসময়ে নিষিদ্ধ নগরে সূক্ষ্ম সংযোগ স্থাপনে সে বেজে ওঠে !


তাদেরও ভয় আছে হেরে যাওয়ার- পাপেরা ধ্বংসকারী
যে কোন হৃদয়ের ইচ্ছে ডাকেই তাই তারা সাড়া দেয় না
চায় নিশ্চিত বসবাস- হৃদয়ের সকল সুখ গিলার বিনাশী নিশ্চয়তা ।
তারা এমন হয়েছে কারণ তারা চায় না-
তাদের নগরে আর কোন অসুস্থ পাপ-
সেখানে সব পঁচে গলে পড়ছে হেরে যাওয়া পাপগুলোয় !
তাই ওরা চায় এমন ভঙ্গুর হৃদয়ের ইচ্ছে ডাক -
যেখানে হবে অবলীলায় তাদের নিজস্ব বংশবৃদ্ধির চাষ !


যে সকল হৃদয় হয় হস্তান্তর- নিষিদ্ধ নগরীর মালিকানায়
তাদের নিষ্পাপগুলো কেঁদেকেটে মুখ লুকায় অজানায় ।
ওরা ভোগে দ্বিধায়- কখনো কী পাপের বিপরীতে আবারও
সংখ্যাগরিষ্ঠে পাবে সেই হৃদয়ের একচ্ছত্র আদিপত্য !
সময় এমন কোন ওয়াদা করে নি- সে তো দু'জনারই সমান সঙ্গ ।


এভাবে নিষিদ্ধ নগরীর মালিকানায় হৃদয়গুলো হারায় স্বকীয়তা
অগোছালো অসুস্থ তাণ্ডব ঘটায় যখন-তখন, যেখানে- সেখানে ।
তারা আঁধারে খোঁজে ফেরে তাদের নষ্ট ক্ষমতা যা ছিলো না অবধি
সেই চোখে থাকে নৃশংস খুন- নিজস্ব হৃদয়ের
তাই ওরা অনন্যে কোন হৃদয় খোঁজে পায় না
সেখানে থাকে শুধু বিষাক্ত সময়ের রঙ্গ- তামাশা
ওরা মত্ত হয় নিষ্পাপের সর্বনাশে- নিষিদ্ধ নগরীর চাষের অব্যর্থ সন্ধি ।


আর বেঘোর নিষ্পাপগুলো ছদ্মবেশে নিষিদ্ধ নগরীতে ঢুকে পড়ে
সেথা তাদের নিরাপদ আবাস নয় তবুও অনিশ্চিত নিরুপায় চেষ্টা
সেখানে আরও আছে পাপে রূপান্তরের ভয়ংকর দুঃস্বপ্ন
এমন অনেক হয়েছে-
কোমল নিষ্পাপগুলো ঠিকানা খুঁজে পায় নি
অবশেষে তারা পাপ হয়ে পঁচে গেল নিষিদ্ধ নগরীতে
এমন খবরে নিষ্পাপ হৃদয়গুলো খুব কেঁদেছিল
কিন্তু তারা কখনো যুদ্ধ ছাড়েনি- নিষিদ্ধ নগরীর সান্নিধ্যে ।


অতঃপর-
নিষিদ্ধ নগরীতে ঢুকে যাওয়া নিষ্পাপগুলো-
ভঙ্গুর মানব হৃদয়ের ইচ্ছে ডাকে পাপের পিঠে চড়ে-
সেই সেই হৃদয়ে সজোরে আলোকিত আঘাত হানলে-
সেখানের পাপগুলো ছিন্ন-বিচ্ছিন্নে জ্বলে-পুড়ে ছারখার হয়ে যায় !
আর এভাবে আবারও কিছু ভঙ্গুর হৃদয় পাপ থেকে মুক্তি পায় ।