জীবনের গভীরে অবক্ষয়িতে যাওয়া এক বিকেল
তুমি কী সঙ্গী হতে চাও মেঘহীন আকাশের
সমুদ্রের দিকে তাকিয়ে থাকে একমুঠো জল
হৃদয়ে বিঁধে আছে সূত ছেঁড়া ঘুড়ি


আয়নার ওপিঠ জানে অন্ধকার
দরজার ওপার জানে গহীন রাত্রি
নীরবতা বোঝে, আছে কতকথা
সেই নাবিকের মস্তিষ্কে সমুদ্রের মানচিত্র
শুকনো চৌকাঠে কুয়াশা জমেছে
একবিন্দু অভিমান ।