হৃদয় অঙ্কনের এগিয়ে দেয়া একটি হাত
অধরায় মুছে দেয়া বিশুদ্ধ আঘাত
নিশাচর চন্দ্রবুকে কাটছে আঁধার রাত ।


অবশেষের ব্যাপ্ত নীলে সাদা- কালো- রঙ্গিন
এলোমেলো কিছু সূচ্যগ্র বৃত্তে বিনম্র পরাধীন
খুব চেনা সংঘর্ষণে বারে বারে সংবৃত বিলীন ।


গহীনের আলো ফেরি করে জোনাকদল দৃষ্টিভ্রমে দ্বিধাগ্রস্ত
মনকাড়া ঢেউ তুলে সমুদ্র সর্বগ্রাসী শিরোনামে বিপদগ্রস্ত
আকাশ ছুঁয়ে ধ্রুব পর্বত ধ্বসে পড়ার আশঙ্কায় বিস্বাদগ্রস্ত ।


উপলব্ধ জীবনের একটা নৃশংস পেনসিল দরকার
রাবারের প্রলুব্ধ ছোঁয়ায় চন্দ্রবিন্দু- আকার- ই-কার
জলধরের ব্যর্থতায় ইচ্ছেজলে সুবিন্যস্ত স্বপ্ন শিকার।