আমার অবাধ্য আকাক্ষাগুলো
তোমার মানচিত্র
বিপরীত সুরে
নিঃসঙ্গতা তাল মেলায়....


হৃদয়ের আলিঙ্গনে
মাইল পেরিয়ে
শতবর্ষী বৃক্ষ
এখনো পাতা গজিয়ে চলে...


শুকনো ঠোঁটে
অমসৃণে তুমি
শুকনো সমুদ্রে
ফুটেছে মৃত ফুল


আমার আমি নেই
তোমার তুমি নেই
ব্যস্ত  হৃদয়, ব্যস্ত অন্যকিছু
অচেনা আমি, অচেনা তুমি
তবে কোথায় শূন্যতা কিঞ্চিৎ
আলতো করে যায় ছুঁয়ে
শুকনো পাতা বৃক্ষের আলিঙ্গনে
প্রাণ সঞ্চারনে মরে যায়


কোথায় আমি, কোথায় তুমি
আমাদের হয় নি দেখা কখনো
স্মৃতিভ্রষ্টায় পৃথিবী বদলায় না
চেয়ে দেখ পৃথিবীটা তেমনি
শুধু দু'টো অপরিচিত হাত, একসাথে
চোখ বুজে হারিয়ে যাচ্ছে.....