_______
আজ আর কবিতা লিখছি না,
লিখবই বা কেন শুনি?
কবিতা তো সবাই বোঝেই না।
আমার বুকটা যদি একটুখানি
পিচ্ছল হতো কাদার মতন!
কিম্বা একটু রঙচঙে,
কালো অথাবা সাদা-র মতন!
বুকের চামড়াটা নিয়ে হাতের চেটোটে,
কবিতা গূলো লেপে দিতাম
আমার ফেসবুকের স্ট্যটাস আমার ডায়েরির প্রতি পাতাতে।
কেও বলত, "দেখ্ দেখ্ কবিতাটা কেমন বিশ্রী!
কালির চেয়েও কালো!"
কেও বলত, "বা! কবিতাটা তো বেশ প্রাঞ্জল,ভালোর চেয়েও ভালো।"


বর্ষা দিনে বাড়িতে যেমন ঝিটেস(জল বিন্দু) ঢোকে
জল সামায় না
কবিতাও তেমনি জলের ঝাপটা মারে,
তৃষ্ণা মেটায় না।
আচ্ছা ধর_
আমার ভিজে একটা ঘর,
তাতে ভাবে-রসে গড়াগড়ি
কবিতায় আমার মধ্যে যা কিছু
তার চেয়ে কিছুটা বাড়াবাড়ি!
কবিরা ভাবনা গুলো পলিথিনের মতো রূপকে মুড়ে
নদীতে ঠেলে দেয়।
যারা প্রকৃত পাঠক, পলিথিনটা ছেঁড়ে,
বাকিরা ফেলে দেয়।