আমি বাদে অন্য যে কেউ
যদি এই ধরনের পাগলামী-টা করে থাকতো,
দিনে রাতে খালি একটাই ফেউ
ভালবাসি, ভালবাসি,ভালবাসা চাই, বলে চিৎকার করতো।
অবশ্যই তার গালে একটা চড় মারতাম
অথবা জোরে কান দুটো টেনে বুঝিয়ে দিতাম, ইদানীং  কতটা ধোঁয়াসার মধ্যে সে জীবনযাপন করছে।
এই যে রাতের পর রাত জেগে
হাড়মাস এক করে
কারো ফেরার অপেক্ষায় বসে আছে
সে কি আর ফিরবে? ফিরবে না।
বুঝিয়ে দিতাম ভালবাসা।
কথা দিয়ে কথা রাখা বা সারাজীবন পাশে থাকা,
সব অলৌকিক। আবেগী কল্পনা।


যেহেতু ব্যাপারটা আমার সাথেই ঘটে চলেছে,
পাগলামী-টা করছি আমি নিজে
তাই নিজের কান ধরা বা নিজের গালে চড় মারা কোনোটাই হয়ে ওঠে না
সমস্যাটা অন্য কারোর হলে অবশ্যই  দুটো প্রবচন ঝাড়তাম
কিন্তু নিজেকে বোঝানোটাই শক্ত হয়ে ওঠে। মুখ ফোটে না।