কে বলেছে ভুল ভাঙে না? ভাঙে।
ভুল ভাঙতে একটা জীবন লাগে।
ফুটফুটে একটা জীবনের শেষ হয়ে যাওয়া,
অন্ধকার ভবিষ্যৎ
আল্পের জন্য পাস না হওয়া মার্কসিট।একটা নন্ গ্রেজুয়েট
ছেলের তালকাটা জীবনে
ছন্দের অমিল।
ভুল ভাঙতে লাগে কতকগুলো রাত
ডিপ্রেসনে ভোগা ঘুমহীন।আর ঘুমের পিল।


ভুল ভাঙতে একটা আঘাত লাগে
বুকের একেবারে ভেতর থেকে
কিম্বা গালে সপাটে একটা চড়!
একটা সম্পর্কের শেষ হওয়া,
শেকড় সহ উপড়ে নেওয়া ঝড়!


অথচ ভুল করতে  মাত্র একটা মিনিট যথেষ্ট!!
চোখে চোখে দেখা, কথা, প্রেম
ব্যাস্,  ভুলের দিন শুরু।
কষ্ট!