তোমার কবিতাগুলো পড়তে পড়তে মনে হয়--
হৃদয়ের পাতাগুলো এক এক করে পড়ে যাচ্ছ,
মনের সমস্ত কথা সম্প্রসারিত করছো শব্দগুচ্ছে,
কিন্তু তোমায় দেখতে পাই না !
নিঃসন্দেহে অনেক বড় মাপের লেখক তুমি,
শত সহস্র ভক্ত তোমার, আমি নগন্য
তবুও অনুরোধ, নেবে তোমার ছাত্রী করে ?
ক্লাশের বেঞ্চিতে জায়গা হবে না জানি,
তবুও কোন অসুবিধে নেই,
দাঁড়িয়েই আহরন করবো সব শব্দ-সংযোজনা।


নাকি তুমি...... বাঁশীওয়ালা ?
দেবে আমায় তোমার একান্তে বসতে ?
গাছের ছায়ায় বাঁশীর সুরে শুনবো হৃদস্পন্দন,
সে সুরে সম্মোহিত আমি, তবুও
ধ্যানে ব্যাঘাত ঘটাবো না কোনকালে।


ভুল বলছি ! তাহলে... তুমি কি পথিক ?
নেবে আমায় তোমার সঙ্গী করে ?
মজাদার খাবার লাগবে না,
বায়না ধরবো না নতুন কাপড়ের,
পথ চলতে চলতে শুনবো কবিতা, নয়ত দুটো লাইন,
তবুও পথের সাথী হতে চাই,
যে পথ গিয়ে মিশেছে দিগন্তরেখার সাথে।