আজ কোন কল্পনাকে প্রশ্রয় দিয়ে কবিতা নয়,
ভাবনাতে ডুবে গিয়ে গল্প লেখা নয়,
আজ অচল দেহের সচল মনের ক্রুদ্ধতা প্রকাশ,
নিভু নিভু করে মনে জ্বলে সর্বদা---
কখনো কোন ঘটনায় দপ করে জ্বলে উঠে,
পোড়াতে না পারার অক্ষমতায় ক্ষীন হয়ে পড়ে।


নারী----
তুমি রাধিকা, তুমি সেবিকা
তুমি গায়িকা, তুমি লেখিকা
তুমি সুহাসিনী, তুমি মিষ্টভাষিনী
তুমি নন্দিনী---
তর্ক-বিতর্কে শুনি তোমার অকাট্য বাণী
তুমি শিক্ষিতা---
সত্যি তুমি বহুগুনে গুনান্বিতা।


কিন্তু----
পুরুষদের শক্তির কাছে অতি দূর্বল
সে পুরুষ---
নয় তোমার পিতা
নয় তোমার ভ্রাতা
নয় তোমার বন্ধু
নয় তোমার প্রেমিক।


ওরা নরাধম, নরাপিশাচ, ওরা হায়েনা
ওদের লোলুপ চোখে লালায়িত জিভে
তুমি তরতাজা মাংসপিন্ড ।


নারী----
রুদ্ধ রেখো না নিজেকে, প্রকাশ করো ক্রুদ্ধতা
তুমি আর একা নও, পাশে রয়েছে বিশাল জনতা।
স্বাধীনতার যুদ্ধে তোমার অগ্রজ অতি সাধারন
অসাধারনের পাশে দাঁড়িয়েছিলো
লাঠি, বটি, কাচি, দা নিয়ে।
তোমার স্বাধীনতা তোমাকে আনতে হবে।
রুখে দাঁড়াও---
ফাঁসি---চিরবিদায়, যাবৎজীবন কারাদন্ড
বেঁচে থাকে নিয়ে পাপিষ্ঠ অঙ্গ-প্রত্যঙ্গ।
আইন বদলাও, নতুন আইন প্রনয়ন করো


এমন শাস্তি---
মৃত্যুর শেষমুহূর্ত পযর্ন্ত করে উপলব্ধি
যুবা বৃদ্ধ ধর্ষকদের মনে জাগে ভীতি।


যে লোলুপ দৃষ্টি তোমাতে পড়েছিলো
তা উপড়ে ফেলো----
যত বল-প্রয়োগ করা হয়েছিলো
তার একটা হাত কেটে ফেলো---
যে অঙ্গ তোমাকে কলুষিত করেছে
তোমার সতীত্ব নিয়েছে
তোমাতে ভয় ও লজ্জার সঞ্চার ঘটিয়েছে
সে অঙ্গকে কেটে বিনষ্ট করো ।।