ইচ্ছে করে পরি নীলাম্বরী শাড়ি
কপালে নীল টিপ হাতে নীল রেশমী চুড়ি,
হই তোমার কবিতার সেই নীলপরী
ডানা মেলে উড়ে মেঘের রাজ্য দেই পাড়ি।


ইচ্ছে করে ঐ আকাশটাকে ছুঁই
ওর নীলের মাঝে ডুব দিয়ে রই।
সখ্যতা করি নীলাম্বরের সাথে
নীলে মিশে একাকার হই নিশুতি রাতে।
নীলিমায় নীহারকণায় প্রীতিনিলয় গড়ি
উপেক্ষা করে তুমি যেও নাকো সরি ।


নয়ত হবো নীলকন্ঠ নীল পান করি
হয়ে রব চিরকাল নীলাচল নীলগিরি।
নীলাম্বুধি বইবে নীলান্জনে
কভু দেখা পাই নীলোৎপলের সনে।


যদি অনুভবের ছোঁয়া লাগে তোমার মনে
মন দুলিত হয় ভাল লাগার টানে,
ভালবাসার অনুভূতি জমে যায় মনের কোণে
কবিতায় লিখে পাঠিয়ে দিও নীল খামে।