একবার গোঁধুলি দেখেছিলাম
কবে, মনে পরেনা!
কারন সেটা ছিল বিকৃত গোঁধুলি!
ল্যাম্পোস্টের নিয়ন হলুদ আলোয় হেঁটেছিলাম একবার
কিঞ্চিৎও লাগেনি ভাল সেবার, প্রতিবারের মত
ফেনিল সমুদ্রের সন্ধ্যাবেলায়, শীতল বালিতে, চারপায়ে হেঁটেছিলাম
ভিজাচ্ছিলাম আমাদের অনুভুতিগুলোকে বারংবার
ছিল শুধু তখনকার ভালোলাগা, পরিসমাপ্তি এটার অনেক কুৎসিত
সাদা ধবধবে বকের সারি উরে যেতেও দেখেছি
ভালো লাগারই কথা, লেগেনি তবুও
বৃষ্টিতে ভেজা সন্ধ্যেবেলায় আকাশ থেকে ম্রিয়মান সূর্যটাকে দেখতাম
আর ভাবতাম, কি ভাবতাম তা আজও ইতিহাস
এই বুকের পাঁজর, তার উপর তোমার পাণির আবেশ
ভীষণ রাত্রিবেলা তোমার শুন্যতা
কিংকর্তব্যবিমূঢ় বিকেল গুলোতেও
এই সবকিছুকে মিলিয়ে নিজেকে ওই ম্রিয়মান সূর্যটার মতই মনে হতো ।।
============
০৩-১২-২০১৬
ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ