প্রাপ্তির অচেনা রূপ আমার জানা নেই,
তবে তাকে পেয়েই পুর্ণ করতে চাই সে’কোঁটা।
আমার ভবিতব্য শুন্যের সকাশে হলেও, রব কি একটি ভাগ্য দেবে না আমায়?
‘ও’ আমার ও আমি শুধু তার হয়ে যাওয়া!
অনন্তকাল ধরে চাইনি তো তাকে আমি,
শুধু চাইছি একটিবার, হয়ে যাক সে আমার,
যেরূপ আপন কেউ কোনদিন হয়নি কভু আর।
এতটা ভালোবাসা যেন পাই, পিপাসিত আমি এই ক্ষণকালে,
যাতে আমার হৃদপিণ্ড তৃপ্তিতে সঞ্চারিত হতে থাকে অনন্তকালের তরে।
আর ইয়াদ করতে থাকে শুধু প্রিয়তমার প্রোজ্জ্বল মুখখানার,
বাকী কাল গুলোও যেন তাকেই স্মরিয়ে যাওয়ার জন্য ন্যূন হয় প্রতিবার।
আমার ফুসফুস থেকে আগত প্রতিটি নিঃশ্বাসে যেন শুধু সেই থাকে, পরে।
প্রলয়ের ঘণ্টা বাজলেও যেন আমি প্রসন্নতায় ব্যপ্ত হয়ে যেতে পারি এই মহাবিশ্বের মহাপটে,
মৃত্যুর চরম দ্বারপ্রান্তেও যেন রবের পরেই, তারেই মনে পরে হাস্যোস্রুজল মনে,
মরনের দ্ররিমা যেন প্রশান্তিই কেবল বয়ে আনে আমার প্রানে,
জীবনানন্দের মত যেন বলে যেতে পারি আবার আসিব আমি, প্রবৃত্তি আমার এই সমর্পণে।
===================
১০-১২-২০১৬
ধানমন্ডি, ঢাকা