তীর্থের কাঁকের মত আমি চেয়ে রয়েছি তোমার পথের পানে,
যদি বা তুমি এস একদিন ভুল করে।
আমি ছায়াধারী বটের মত দাড়িয়ে রয়েছি ঠায়,
তুমি আসবে তারি প্রতীক্ষায়।
কবে আসবে তুমি, জানি না আমি,
তবু হাল ছাড়ি-নি তোমার অপেক্ষায়।


ত্রুটিটুকু তুমি ভুল করে আমায় মাফ করে দেবে কি?
তুমি জান না?আমি রয়েছি তোমার আশায়।
পাইতে চাই আমি তোমায় এই সুন্দর ভুবনে,
তোমার অস্ফুট-স্ফটিক ভেসে ওঠে স্বপনে,
আমার মনে প্রানে রয়েছ তুমি মোর চিন্তা ও মননে।
ব্যাথা ও বেদনায় স্বরিলে তোমায় যন্ত্রণা দূরে যায়,
কান্না-হাসিতে ভাবিলে তোমারে জীবন মধুর হয়।


তুমি মোর ভাবনার রানী, তোমারি আশায় রয়েছি আমি এ জগতে
পাব কিনা তোমারে এই সুন্দর ধরাতে।
জানিনা তুমি কে, কেন আমি মনোহর তোমার পথের পানে,
তোমার জন্য রয়েছি বসে মোর মনের অম্রকাননে,
তোমার জন্য মোর মনে শতদল প্রজাপতি করছে খেলা।
তোমার জন্য রেখেছি সাজিয়ে পেয়ারার ফুল
তোমার হাতে দেবার লয়ে মনটা হয়েছে মোর বাকুল।
আদম হাওয়ার লাগি যেমন হয়েছিল শোভাকুল,
আমিও তেমনই রয়েছি তোমার আশায় বিহ্বল
তুমি, যদিবা না এলে জীবন ব্যর্থ হল,
মোর আশার ফুল ফুটবে না যদি বা না এসো।
এসো মোর ঘুমের রানী এসো মোর প্রিয়া, এসো মোর কাছে,
তুমি এসো তাড়াতাড়ি, হতদরিদ্র আমি, মোর ভাবনার প্রণয়ী,
তুমি না এলে আমি, অসিদ্ধে, ত্যাগিব ইহলোক, লইব পচত্বপ্রাপ্তী।
============
১২-০৪-২০১৩
স্টেপ