ছোট্ট নদ আজি হলেও,
ছিলাম তব সমুদ্র,
ছিলাম গর্জনমুখর সদা চঞ্চল সাগর !
আজকের এই আমি আর নাকি আমি নাই,
ম্রিয়মান স্তব্ধতায় মুগ্ধতাগুলো, কেমন করে, নাকি গ্রাস করেছে আমায়!
সাদা ছেড়া বকপাল উড়ে যায়, আমি দেখি না
বালিকা ডাকে আমি শুনি না,
আমার ভবিতব্য পানে চাহিয়া,
একটা দীর্ঘশ্বাস,
এ আর নতুন কি?
সেটাই হোকনা এইতো আছি, এই আমার আমি
ভুল ওটা, আমি যতই বদলাই, আমি তো আমিই
তৃষ্ণা থাকুক, নতুবা জলই তো রুচবেনা,
তোমার আকাঙ্ক্ষাও জাগুক, নতুবা আমিই তো থাকি না !
=============
০৮-০৩-২০১৭
গাইবান্ধা, বাংলাদেশ