বোঝা-পড়া
নবান চন্দ্র রায়


তুমি ভালো-বাসলে যারে,
           সে করলো অবহেলা-
ভেবে দেখো সেটা শুধুই ,
     ভাল-ভালোবাসার রঙিন খেলা।
চোখে রঙিন চশমা পরে,
             রঙিন স্বপ্ন দেখো-
সহজ সরল বাস্তব-টাকে,
              ভালোবেসেই শেখো।
ক্লান্ত পথিক হয়ে তুমি,
             মরু-তে  জল চাও-
তিন-ভাগ জল পৃথিবীর বুকে,
               অন্য কোথাও যাও।
সমুদ্রের বুক জলে ভরা,
             সেথায় নদী ছোটে-
বৃষ্টি-হীনে মরছে তরু,
                মরু-ভূমির বুকে।
রাজ্-প্রাসাদে চাঁদের আলো,
             সহজে পৌঁছে যায় -
কুড়ে- ঘরটা তার ছায়াতে,
              অন্ধকারে রয়।
ফুল-দানিটা সাজে ভালো,
             সদ্য ফোটা ফুলে-
ঝরা ফুলটা পরেই থাকে ,
             নেয়না কেহ তুলে।
সময় কালে বৃষ্টি ঝরে ,
              প্রকৃতির নিয়ম মেনে-
ডাকুক যতই বাবুই-চাতক,
             তার ডাক কে শোনে।
কেন করো বিরুদ্ধাচারণ ,
            প্রকৃতির কানুন বোঝো-
প্রকৃতির মাঝে নিজের নিয়ম,
             নতুন করে খোঁজো।
শক্তির উৎস সূর্য-দেব,
             গ্রহণ তাতেও লাগে-
ছাড়ে কী-হাল এই পৃথিবী,
           আলো  আসার আগে।
বোঝা- পড়া করা দরকার ,
            তোমার মনের মাঝে-
এগিয়ে চলে এই পৃথিবী ,
              নতুনত্বের খোঁজে।