দেশের কথা বলবো কি আর
আছি তো বেশ সুখে ,
মেট্রোরেল আর পদ্মা সেতু
গর্ব জাগায় বুকে ।


ঘরের পানে তাকাই যখন
কেমনে থাকি সুখে ,
নুন আনতে আজ পান্তা ফুরায়
মন ভরে যায় দুঃখে ।
চারিদিকে কি অনাচার
দুর্নীতি তে ছাওয়া ,
রাস্তা ঘাটে চলার পথে
প্রতারকের দাওয়া !

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি
সিণ্ডিকেটের করা ,
রাঘব বোয়াল করছে এসব
পড়ছে না কেউ ধরা ।

পরিবহন মালিক শ্রমিক
হচ্ছে ভাল আঁতাত ,
যথাতথা থামায় গাড়ি
পাতা চাঁদার ফাঁদ !
ইচ্ছে মত যাত্রী তোলে
মনগড়া নেয় ভাড়া ,
প্রতিবাদী যাত্রী পেলে
সবাই করে তারা !

জনগণের আদালতে
দিলাম ঢুকে মামলা
জানি এখন হতে পারে
সন্ত্রাসীদের হামলা ।