অভিমান করোনা লক্ষীটি দিওনা আর যন্ত্রণা ,
তোমায় আমি মন দিয়েছি দূরে সরে যেওনা ।
যদি সত্যিকরে ভালবাসো তবে কাছে এসো ,
ছল চাতুরি না করে আমার পাশে এসে বসো ।
আমায় যদি আঘাত করো নিজেই কষ্ট পাবে ,
মন দিয়ে আমায় তুমি কেন অন্য কারও হবে  !
তুমি আমার শুধুই আমার বিরহ জ্বালা দিওনা ,
দুঃখের দিনে থাকবে পাশে এটুকুই কামনা ।
অনেক সাধনায় পেয়েছি তোমায় প্রিয়তমা ,
দূরে না ঠেলে ভুল যদি হয় কিছু করো ক্ষমা ।