খাবার খেতে বসি যখন মনে পড়ে মায়ের কথা,
অবাধ্য ছেলে হয়ে মায়ের মনে দিয়েছি কত ব্যথা;
বাবার কাছে ছিল কত আব্দার, ছিল কত বায়না,
বাবা বলতেন এক জীবনে মানুষ সবকিছু পায়না ।


শিশুকাল কেটেছে মায়ের কোলে কোলে,
যৌবনে জ্বালিয়েছি মা কে কত দুষ্টুমির ছলে ।
বাবা ডাকতেন নামাজ পড়তে, লেখাপড়া করতে,
আদেশ দিতন ভাল হতে আর রংবাজীটা ছাড়তে ।


বাবা এখন আছেন স্বর্গলোকে মা হয়েছেন বৃদ্ধা,
প্রাণের সকল আবেগ দিয়ে জানাই তাদের শ্রদ্ধা ।


( আজ ১১ ই ডিসেম্ভর আমার বাবার ৩৪ তম
মৃত্যুবর্ষিকী , তারই স্মরণে এ কবিতাটি উৎসর্গ
করলাম )