সকল আশা মিথ্যে হলো তখন
যখন তুমি অন্যের হলে ,
আঘাতে আঘাতে ভাঙ্গলো এ মন
যখন গেলে আমায় ফেলে ।

কত রাত জাগা কত স্বপ্ন দেখা
এক সাথে রাজপথে চলা ,
দুইজনে কাছাকাছি থাকা আর
শুধুই প্রেমের কথা বলা ।

জানিনা হঠাৎ কি হলো তোমার ,
কেন ভুল বুঝলে আমায় !
সব স্মৃতি মুছে ফেলে আমি ওগো
কেমনে ভুলে থাকি তোমায় ?