আমি ভাবতেই চাই না এমন মরণ ,
হাসি আনন্দ উৎসবে বিষাদ বরণ !
ওরা চেয়েছিল সুখ ভাগ করে নেবে ,
ভোজন বিলাসে তৃপ্তি মনে এনে দেবে ।
সব চাওয়া সাঙ্গ হলো আগুনের তাপে ,
কেন পুড়ে হল ছাই কার অভিশাপে ?
প্রযুক্তি দিয়েছে এনে বিলাসী জীবন ,
উত্তাপে তার নিভেছে প্রাণের দীপন !


অদ্যাবদি কত প্রাণ পুড়েছে আগুনে ?
কে দেবে হিসেব তার রেখেছে কে গুনে ;
অদম্য বাসনা মনে করে উশখুশ ,
তাই বুঝি মানুষেরা এতটা বে হুশ !
এমন বিভৎস মৃত্যু কার প্রাণে সয়,
অপঘাতে মৃত্যু যেন  কারো নাহি হয় ।



বাংলাদেশের ঢাকার বেইলি রোডে আগুন দুর্ঘটনায় নিহত সকলের আত্মার রুহের মাগফেরাত কামনা করছি, আল্লাহ্ যেন তাদের সবাইকে ক্ষমা করে জান্নাত বাসী করেন ।