আমাদের হৃৎপিণ্ড উদ্দাম,উষ্ণ বুক, গাঢ় লাল রক্ত ;
আমরা প্রতিবাদী হতে চাই , পারিনা !
চোখের সামনে অন্যায় দেখি, প্রতিরোধ করতে চাই, পারিনা ;
অত্যাচারী জালিমের বিরুদ্ধে অস্র হাতে লড়তে পারিনা  ?
সব আছে নেই শুধু আত্মবিশ্বাস,
নেই যুদ্ধ করার দুঃসাহস ।
তবে আর কবে কখন লেখা হবে সেই ইতিহাস ?
যেখানে বিজয় পতাকা থাকবে শোষিতের হাতে,
বঞ্চিত নীপিরীত মানুষের হাতে লাঞ্চিত হবে শোসকেরা;
ভূখা নাঙ্গা কাঙালেরাও নেমে আসবে রাজপথে ।
কবে আসবে সেইদিন ?
মানুষ আজ ভ্রান্ত নীতি মানছে, ভ্রান্ত পথে চলছে ;
চলছে দিগ্বিজয়ী  দুঃশাসন !
অনেক দিয়েছি রক্ত, সয়েছি অনেক অত্যাচার,
এবার তোমার করবো বিচার দিগ্বিজয়ী দুঃশাসন ;
জেগেছে জনতা নিয়েছে শপথ,
জগৎ থেকে করবে তারা জুলুমের নির্বাসন ।