নদীর খুব কাছে এলাম,পাড়ে বসলাম।
ভাবতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না,
নেমে পড়লাম নদীতে উপায় ছিল না,
তাই আমি ঝাঁপিয়ে পড়ে ডুবে গেলাম।

একবার উঠে এসে গর্জে উঠলাম!
দুবার উঠে এসে কেঁদে ফেললাম!
সেই জল যদি এত ঠাণ্ডা না হত
আমি হয়তো ডুবে মরতাম ।

আমি আমার সকল ক্ষমতা হাতে নিয়ে
রুখে দাঁড়াতে চেয়েছি,
খুব সাহসী নই  তবু গর্জে উঠেছি,
প্রতিরোদের ভাষা খুঁজে পেয়েছি।
একটু ভাল থাকার জন্য লড়াই করেছি,
পরাজয়ের গ্লানি নিয়ে ফিরে ও এসেছি ;
ভাল থাকা হয়নি আমার!


ফিরে তাকাতেই দেখি নদী আমায় ডাকছে,
বেদনাকে সঙ্গী করে তার কাছে ছুটে এলাম।
ডুব সাঁতারে দুঃখের নদী পাড়ি দিলাম,
তবু মনে হয় এই বেঁচে থাকার চেয়ে
ডুবে মরে যাওয়া ই হয়তো ভাল ছিল।