চিরভাস্বর হয়ে রবে বাঙালীর স্মৃতিতে অন্তরে,
ঊনিস'শ বায়ান্নর একুশে ফেব্রুয়ারী;
মাতৃভাষার মান বাঁচাতে সে দিন সে ফাল্গুনে,
বাংলার ঘরে ঘরে ওঠেছিল আহাজারী ।


রাষ্ট্র ভাষা বাংলা চাই, বাংলা চাই বাংলা চাই ,
মিছিলে শ্লোগানে কাপে ঢাকার রাজপথ;
গর্জে ওঠে পাক-হানাদার বাহিনীর রাইফেল ,
মাতৃভাষার লাগি প্রাণ দিল সালাম বরকত ।


ভূলি নাই আমরা ভূলবোনা সেদিনের সেই
বাংলার দামাল ছেলের রক্ত দেয়ার কথা,
রক্ত দেয়ার সেই ঋন শোধ করতে আমরা
ছিনিয়ে এনেছি বাংলাদেশের স্বাধীনতা ।