ও মেয়ে তুমি চুল খুলি
যাচ্ছো কোথায় ঝড় তুলি ?
ও মেয়ে তোমার নাম কি ?
' ঝিলিমিলি ঝিলিমিলি ! '

ও মেয়ে তুমি কি ঝর্ণাধারা !
তাই কি মন দিশেহারা  ?
অবিরত চলছো ছুটে ,
মুচকি হাসি রাঙা ঠোটে ।

তোমায় দেখে মন  যে
বাঁধন মানতে চায়না,
একে বেকে চলো তুমি
ধরা তোমায় যায়না ।

তৃমি যে চঞ্চলা হরিণী
সাদা রঙের নটিনী ,
পাহড়টাকে ধরো
ঝড়ঝড়িয়ে পড়ো ।

চলার পথে দাগ রেখে যাও
থামতে তুমি চাওনা,
নদীর দেখা পেলেই তুমি
আর কোথাও যাওনা ।