(প্রেমের ছড়া কাব্য )

তুমি আমার শুধু আমার
ঠাঁই চাই হৃদয়ে তোমার ,
তোমায় ঘিরে স্বপ্ন আশা
চাই যে তোমার ভালবাসা ।

মনের কাল মুছতে হলে
ভাল তোমায় বাসতে হবে ,
মনের মানুষ পেতে হলে
প্রেম সায়রে ডুবতে হবে ।

তুমি হৃদয়হীনা সুন্দরী
করলে আমার মন চুরী ,
তোমার প্রেমে উতলা হয়ে
পাগল হই মন হারিয়ে ।

ওগো প্রিয়া রূপসী ললনা
তুমি করনা আর ছলনা ,
যেওনা তুমি যেওনা দূরে
যেওনা তুমি আমায় ছেড়ে ।