জীবনোৎসব

জীবনোৎসব চলমান হাসি কান্না সুখ দুঃখ আনন্দ বেদনায়,
এখানে মন আমার যৌনমত্ততায় অবিরল প্রেম খুজে পায়।
অনুরণনের ঝংকার ওঠে তৃপ্তি আর মুগ্ধতায়,
বিচ্ছুরিত হয় প্রেমের নির্যাস অবিরাম ধারায়।
অভিনিবেশ থাকি  তাকে নিয়ে তাই  হারাতে চাইনা আর,
নীলিমার অস্তাচলে বাঁধা পড়ে মন বারবার শতবার।
অগনন মানুষের ভিড়ে তারে খুজে হই পেরেশান,
অদর্শনায় অন্তর কাপে মনে জাগে অভিকর্ষ টান।
তমসুকে সড়ে যেতে বলেছি দীপশিখা জ্বালিয়ে,
প্রাণাকাশে কম্পিত তনু তবু তারে বরি হৃদয়ে।
বচনাতীত সে অঙ্গ সূধা যেন ফলবতি যৌবন,
আস্তীর্ণ শতাব্দী জুড়ে সে আছে যেন এক মধুবন।
মদ মত্তা যে রমনী হিংসুটে কুট ধ্বংস তার কাম‍্য,
স্পষ্ট এই চাওয়া প্রেয়সীর কাছে হোক বোধগম‍্য।